১. আপনাকে কাজের জন্য USER NAME AND PASSWORD দেওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে কাজ
আরম্ভ করতে হবে।অন্যথায় আপনাকে দেওয়া একাউন্ট বন্ধ হয়ে যাবে।
২. শনিবার হতে বৃহঃস্পতিবারের মধ্যে ১০০০ সঠিক ক্যাপসা এন্ট্রি
দিতে না পারলে। আপনার পেমেন্ট পাবেনা। এবং পরের সাপ্তাহে সে গুলো যোগ হবেনা। উদাহারণ-
১ম সাপ্তাহে শনিবার হতে বৃহঃস্পতি বারের মধ্যে ৭৩০ টি সঠিক ক্যাপসা টাইপ করলেন, এবং
২য় সাপ্তাহে শনিবার হতে বৃহঃস্পতি বারের মধ্যে ১২০০ টি ক্যাপসা টাইপ করলেন। তখন আপনাকে
পেমেন্ট দেয়া হবে ১২০০টির। বাকি ৭৩০টির টাকা দেয়া হবেনা, কারণ আপনি এক সাপ্তাহে ১০০০টি
সঠিক ক্যাপসা টাইপ করতে পারেননি তাই।
৩. এক হাজার সঠিক টাইপ করলেই আপনাকে পেমেন্ট দেয়া হবে যদি অনুরোধ
করেন। অন্যথায় শনিবার/রবিবারে আপনাকে ফোন করা হবে আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য যদি আপনি
১০০০সঠিক ক্যাপসা এন্ট্রি দিয়ে থাকেন ।
৪. ১০০০টি সঠিক এন্ট্রির জন্য আপনাকে ৪০টাকা থেকে ৫০টাকা দেওয়া
হবে।
৫. পেমেন্ট নেওয়ার আগে আপনাকে SMS করে 01815031320 অথবা
email- satarauk@gmail.com মেইল করে জানাতে
হবে । কোন কোন আইডিতে ১০০০/এর বেশী সঠিক টাইপ করেছেন।তা চেক করে আপনাকে পেমেন্ট দেওয়া
হবে।
৬. যে সাইটে কাজ করবেন সেই সাইটের নিয়মাবলী ভংগ করার কারণে, আপনার একাউন্ট ব্লক/বন্ধ করা হলে, পেমেন্ট পাবেন না।তবে একাধিক একাউন্ট এর জন্য অনুরোধ করলে, আপনাকে দেওয়া হবে।এবং
একাউন্ট ব্লক/বন্ধ হওয়ার জন্য আমাদের দায় করতে পারবেন না।তবে একাউন্ট
ব্লক/বন্ধ না হওয়ার জন্য পরামর্শ করতে পারেন।
৬. যে সাইটে কাজ করবেন সেই সাইটের নিয়মাবলী ভংগ করার কারণে, আপনার একাউন্ট ব্লক/বন্ধ করা হলে, পেমেন্ট পাবেন না।তবে একাধিক একাউন্ট এর জন্য অনুরোধ করলে, আপনাকে দেওয়া হবে।এবং
একাউন্ট ব্লক/বন্ধ হওয়ার জন্য আমাদের দায় করতে পারবেন না।তবে একাউন্ট
ব্লক/বন্ধ না হওয়ার জন্য পরামর্শ করতে পারেন।

No comments:
Post a Comment